Type Here to Get Search Results !

Conjunctivitis

 

⭕বর্তমানে বেশ কিছু দিন থেকে প্রায় সবার চোখ লাল হচ্ছে। মেডিক্যাল ভাষায় এটাকে conjunctivitis বলে। এটা কে গ্রামের মানুষেরা "চোখ উঠা" বা "জয় বাংলা"বলে । 
একটা পরিবারের একজন এই রোগে আক্রান্ত হলে সেই পরিবারের বাকি সদস্যরা ও আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 
কনজাংটিভাইটিস সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন- রুমাল, বিছানা, গামছা ইত্যাদি যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে এই সংক্রমন দেখা যাবে। এছাড়া নানা কারনে হওয়ার সম্ভাবনা রয়েছে।

⭕লক্ষন:- চোখ লাল হওয়া (Redness), ঘুম থেকে উঠে চোখে নোংরা জমা (Discharge), হালকা ব্যাথা (Mild eye pain) , ঝাপসা দেখা (DOV) ও চোখ দিয়ে জলপড়া  (Watering)

⭕করণীয়  :- নিয়মিত হাত পরিষ্কার রাখুন , যত্র তত্ৰ হাত দেবেন না , চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন, ঠান্ডা জল  দিয়ে চোখ  পরিষ্কার করুন কিন্তূ এক্ষেত্রে জলের  ঝাপটা নয়  হাতের তালুতে জল  নিয়ে তাতে চোখ  ডুবিয়ে রাখুন ৩০ সেকেন্ড -১মিনিট,রোদচশমা ব্যবহার করুন , বেশি অসুবিধা অনুভব করলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন ।✅

⭕মনে রাখবেন আপনার চোখ আপনার সম্পদ,চোখ  আছে  জন্যে  সুন্দর এই দুনিয়া


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ad

Design by Sekh Ataur Rahaman

MuskanWeb ©2022

Call © 03462296437